রাজধানীর ৩ শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনী থেকে অধ্যক্ষ নিয়োগের দাবি

রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান— মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ফোরামের পক্ষে এ দাবি জানান।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদের কাছে আবেদন জানিয়ে জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্থিরতা নিরসন এবং চলমান অনিয়ম দুর্নীতি রোধ করতে এ আহ্বান জানানো হয়েছে।