জাতীয়করণের ঘোষণার পর স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার কিছু শিক্ষক এমপিওভুক্তি, জাতীয়করণ করা এবং নিয়োগ সংক্রান্ত অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অবৈধ কার্যক্রম বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আসগর আলীর সই করা অফিস আদেশটি সোমবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয়, স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্তি, জাতীয়করণ করা এবং শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য কতিপয় ব্যক্তি অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় এ সংক্রান্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের অবহিত করা হলো।
এমতাবস্থায় স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্তি, জাতীয়করণ এবং শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বন্ধের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সতর্ক করার উদ্যোগ নিতে অনুরোধ করা হলো।