ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ৪৭ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ৪৭ জন শিক্ষার্থী।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর ভর্তি পরীক্ষায় ১৩০ আসনের বিপরীতে ৬ হাজার ৮৩ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৪৭ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবেন।

এ বছরের ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ৫০ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতায় নামবেন ৩৯ ভর্তিচ্ছু।

এছাড়া ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন।

প্রতিটি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে।