এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। ১৩ অথবা ১৪ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে।
জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার (২৮ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৩ অথবা ১৪ নভেম্বর এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল দেওয়া হবে।’
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নে পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কিনা শুধু তা যাচাই করা হয়। খাতার লেখা প্রশ্নের উত্তর নতুন করে মূল্যায়ন করা হয় না।
এ বছর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ লাখ ৮০ হাজার ৬০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। অন্যান্য বোর্ডগুলোতেও পুনর্নিরীক্ষণের আবেদন করেন সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রত্যাশিত ফল না পাওয়া পরীক্ষার্থীরা।