ঢাকা কলেজে এইচএসসি-২০২৪ পরীক্ষায় পাসের হার ৯৯.৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পাস করেছেন ১ হাজার ৪৮ জন।
বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮০৮ জন, ফেল করেছেন ৪ জন এবং জিপি ৫ পেয়েছেন ৭৯১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১১৪ জন, ফেল করেছেন ১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন।
অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৬ জন এবং জিপি-৫ পেয়েছেন ১০০ জন।
শিক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, অন্যবারের তুলনায় এবারের রেজাল্টে আমি সন্তুষ্ট, কিন্তু এটা মূলত আমাদের শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপ। এরপরে তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং দেশ সংস্কারের কাজ করবে এটাই আমার প্রত্যাশা।