ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৬১ জন ছাত্র। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন। জিপিএ-৫ পাওয়ার শতকরা হার ৯০ দশমিক ৩২ শতাংশ। এ বছর পাসের হার শতভাগ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
প্রতিষ্ঠানটির তথ্য বলছে, গত বছর রেসিডেন্সিয়াল মডেল কলেজে পাস করেন ৮৩১ জন। সে সময় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫৬ জন এবং জিপিএ ৫ পাওয়ার হার ছিল ৮৬ দশমিক ৯২ শতাংশ।
এদিকে ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটিতে দেখা গেছে সুনসান নীরবতা। অন্যান্য সময়ের মতো নেই শিক্ষার্থীদের পদচারণা, নেই শোরগোল। লম্বা ছুটি পার করছে প্রতিষ্ঠানটি। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের চেয়ে ফল অনেক ভালো হয়েছে। আমাদের ছাত্ররা আন্দোলনে অনেক কষ্ট করেছে। এই সময়েও তারা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে। যদিও সবগুলো পরীক্ষা দিতে পারেনি, সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল করা হয়েছে। তারপরও আমি বলবো, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বস্ব দিয়ে যে রেজাল্ট করেছে সেটি দেশসেরা।’
এ সময় তিনি আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।