শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি

বিশ্ব শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর দ্য কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতারা।

সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সব প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিক্যাল ভাতা ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।

সবার উপস্থিতিতে আলোচনা সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে মো. হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলমকে মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি আব্দুস সাকুর, সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান,আরমান শাহজাদা, গোলাম মোস্তফা, রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।