পলিটেকনিকের ডিপ্লোমায় মানসম্মত সিলেবাস প্রণয়নের নির্দেশ

দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর কোর্সের সেমিস্টারের মেয়াদ ছয় মাস নিশ্চিত করে মানসম্মত ও কর্মমুখী সিলেবাস প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পর এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৫ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

নির্দেশনায় বলা হয়, ‘দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর কোর্সের সেমিস্টারের মেয়াদ  ছয় মাস নিশ্চিত করে মানসম্মত ও কর্মমুখী সিলেবাস প্রণয়ণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক দাবি উত্থাপিত হয়। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে মেয়াদ নিশ্চিতকরণ এবং মাসসম্মত কর্মমুখী সিলেবাস প্রণয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’