যৌথ অভিযানে কুলাউড়ার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

মৌলভীবাজার ডিবি ও পুলিশের যৌথ অভিযানে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে  গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জেলা ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, আ স ম কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ভাই।