সুনামগঞ্জ মেডিক্যাল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো সেনাবাহিনী

নবনির্মিত সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার ১ ঘণ্টা পর ১১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

জানা যায়, দাবি পূরণ না হওয়ায় মেডিক্যাল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করছিলেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সেনা ক্যাম্পের মেজর মেজবাহ জানান, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের ফলে দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।