সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী কমেছে ছয় হাজার ৭৮২ জন। ২০২৪ সালে সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৯ হাজার ৫৮০ জন। একইসঙ্গে এবার পরীক্ষা কেন্দ্রে দুটি ও আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম ও কলেজ-শিক্ষকদের সমন্বয়ে আরও ১৯টি ভিজিল্যান্স টিম মাঠে কাজ করবে।
সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৮৭০ জন। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৯ হাজার ৬৭৯ জন ও ছাত্রী পরীক্ষার্থী ১৪ হাজার ১৯১ জন। মানবিক বিভাগ থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৭১ হাজার ৫১৯ জন। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী ২৮ হাজার ৬৬১ জন ও ছাত্রী পরীক্ষার্থী ৪২ হাজার ৮৫৮ জন। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে সাত হাজার ৪৮৩ শিক্ষার্থীর মধ্যে ছাত্র পরীক্ষার্থী তিন হাজার ৭১৩ জন ও ছাত্রী পরীক্ষার্থী তিন হাজার ৭৭০ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মেদ। তিনি জানান, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ১৮ হাজার ৭৬৬ জন ছাত্রী পরীক্ষার্থী বেশি। এবার ছাত্র পরীক্ষার্থী ৪২ হাজার ৫৩ জন।
তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপির মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে।
এদিকে, গত বছরের চেয়ে এবার দুটি পরীক্ষা কেন্দ্রে বেড়ে কেন্দ্র সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪টি। এর মধ্যে সিলেট ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। গত বছরের চেয়ে এবার ১০টি পরীক্ষা কেন্দ্র বেড়ে প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১, সুনামগঞ্জে ২২৬, মৌলভীবাজারে ১৯০ ও হবিগঞ্জে ১৬৮টি কেন্দ্র রয়েছে।
এদিকে জেলাভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে ৪০ হাজার ৯৭৯ অংশ নিচ্ছে পরীক্ষায়। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী ১৭ হাজার ১০৯ ও ছাত্রী পরীক্ষার্থী ২৩ হাজার ৮৭০ জন। এ ছাড়া সুনামগঞ্জ থেকে এ বছর ২১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৮ হাজার ৮৯৪ জন ও ছাত্রী পরীক্ষার্থী ১২ হাজার ৫০১ জন। হবিগঞ্জ জেলা থেকে এবার অংশ নিচ্ছে ১৮ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী সাত হাজার ১৭৯ জন ও ছাত্রী পরীক্ষার্থী ১১ হাজার ৮৪ জন। এ ছাড়া মৌলভীবাজার থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ হাজার ২৩৫ জন। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী আট হাজার ৮৭১ জন ও ছাত্রী পরীক্ষার্থী ১৩ হাজার ৩৬৪ জন।