জায়গা বিক্রি নিয়ে কথা-কাটাকাটি, সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। রবিবার (৯ মার্চ) সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ জানায়, রণভূমি গ্রামের ইউপি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও আশিক মিয়ার মধ্যে গ্রামের সামাজিক প্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা ও মসজিদ পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ৭ মার্চ লুৎফুর রহমান ও শফিক মিয়ার লোকজনের মধ্যে জায়গা-সম্পত্তি বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর দুই দিন পর রবিবার সকালে আবারও কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জায়গা জমি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলমান আছে।