নাশতা করতে আসা তরুণ-তরুণীদের মারধর ও দোকান ভাঙচুর, গ্রেফতার ৩

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টেস্টি ট্রিট নামের ফাস্টফুড দোকানে তরুণ-তরুণীদের ওপর হামলা ও দোকান ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- আহমেদ মোস্তফা তোফায়েল (১৯), শফিকুল ইসলাম আদিল (৩০) ও নাইম আহমেদ (২৪)।

থানা সূত্রে জানা যায়, বুধবার ১০টার দিকে সময় জনৈক বিলাস দাস এবং প্রশান্ত পাল নামে দুই জন সনাতন ধর্মাবলম্বী তরুণ তাদের পরিচিত দুই জন মুসলিম তরুণীসহ বড়লেখা বাজারের টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে নাশতা করতে প্রবেশ করেন। এ সময় সেই দোকানে অবস্থান করা প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামের একটি সংগঠনের ৩-৪ জন সদস্য তাদের আটক করে। পরে সেই সংগঠনের আরও ২০-২৫ জন উচ্ছৃঙ্খল তরুণ সেখানে এসে তারা অসামাজিক কাজ করছে দাবি করে তরুণ-তরুণীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবং তাদের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এ সময় তারা তরুণীর কোলে থাকা শিশুসহ তাদের মারধর করে এবং তরুণীর ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক বড়লেখা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে প্রটেক্ট আওয়ার সিস্টার্স সংগঠনের উত্তেজিত সদস্যরা টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘একদল লোক পরিকল্পিতভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। মৌলভীবাজার জেলা পুলিশ এই বিষয়ে সজাগ রয়েছে।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, ‘এই ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া টেস্টি ট্রিট ফাস্টফুড দোকান ভাঙচুর ঘটনায় পৃথক আরও একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে আমরা তিন জনকে গ্রেফতার করেছি। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’