খাটের ওপর পড়ে ছিল জামায়াত নেতার স্ত্রীর লাশ, নিচে সাত মাসের সন্তান

হবিগঞ্জের বাহুবলে ছুরিকাঘাত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত মিনারা খাতুন (৩৫) মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবল উপজেলা শাখার সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী।

নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলায় সরকারি প্রোগ্রাম এবং হবিগঞ্জে রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ। পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। আর স্ত্রী মিনারা খাতুন ছুরিকাঘাত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন।

খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজিদুর রহমান, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দীন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে এসপি সাজিদুর রহমান বলেন, জীবিত কোনও মানুষকে ছুরিকাঘাত করা হলে প্রচুর রক্ত ঝরতো। কিন্তু ওই রকম রক্ত এখানে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছুরিকাঘাতে মৃত্যু হয়নি। ময়নাতদন্তের পর প্রকৃত অর্থে মৃত্যুর কারণ জানা যাবে।’

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’