এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্য করাকে কেন্দ্র করে মিজানুর রহমান রিয়াদ (৩০) নামের সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রাবাসের কক্ষে গিয়ে মারধর করা হয়েছে। তিনি কলেজের ক্যামেস্ট্রি বিভাগের ছাত্র।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত রিয়াদ ওসমানীনগরের ভুরুঙ্গা গ্রামের মুহিবুর রহমানের ছেলে। এই হামলার ঘটনায় ছাত্র শিবিরকে অভিযুক্ত করা হচ্ছে।

তবে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক নাইম হোসাইন দাবি করেন, হামলার ঘটনায় শিবির জড়িত নয়। শিবিরকে অহেতুকভাবে জড়ানো হচ্ছে। সেই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। তাদের অভ্যন্তরীণ বিরোধে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে আহত মিজানুর রহমান রিয়াদ দাবি করেন, ফেসবুকে মন্তব্য করায় হোস্টেলের কক্ষে রাতে ঢুকে শিবিরের এমসি কলেজের নাজমুল, সাদমান, ইসমাইলসহ ১৫-২০ জন রডসহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তারা আমার ডান পায়ে আঘাত করে। পায়ে সেলাই লেগেছে একাধিক।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি মনির হোসেন বলেন, শুনেছি একজন ছাত্রকে কে বা কারা মারধর করেছে। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনও অভিযোগ করেনি। সেই সঙ্গে হোস্টেল কিংবা কলেজের কেউই কোনও কিছু পুলিশকে জানায়নি।