আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ‘কালা মিয়া’ গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব আলী ওরফে কালা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৯-এর একটি দল।

শনিবার (১৯ অক্টোবর) রাতে তাকে কোতোয়ালি থানার পূর্ব দরগাহ গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফতাব আলী কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

রবিবার (২০ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালা মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রয়েছে।