মৌলভীবাজার আ.লীগ-যুবলীগ সভাপতিসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ জনকে। বুধবার (১৪ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

মামলায় অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক এমপি নেছার আহমদ, সদ্য বিদায়ী এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক প্রমুখ।

জানা যায়, গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনায় আন্দোলন কর্মসূচির সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার।