হবিগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের চার সদস্যসহ ৫ জনের প্রাণ

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের চার সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন। বুধবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মোজ আলী মৃধার ছেলে জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে অনন্ত (১১), ভাই মোহাম্মদ এনামুল (৩৫) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ ব্যাপারীর ছেলে গাড়িচালক হারুন ব্যাপারী (৩৪)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মজুমদার জানান, নিহতরা সবাই সিলেট শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন। মাধবপুরের হরিতলায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সবাই মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, বুধবার রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারের বিভিন্ন অংশ কেটে মরদেহগুলো উদ্ধার করেন তারা।