সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা

মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান ওরফে পাগল হাসানসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জগামী একটি মিনিবাসের সঙ্গে ছাতকের শিমুলতলাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসান ও সিএনজিচালক ঘটনাস্থলে মারা যান।

পাগল হাসান, জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন।

ছাতকের সার্কেল এসপি রনজয় চন্দ্র মল্লিক জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল আছে।