কাপড় পরিবর্তন করতে গিয়ে হামলার শিকার ক্রেতা  

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে বিসমিল্লাহ ক্লথ স্টোরে কাপড় পরিবর্তন করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন এক নারীসহ দুই ক্রেতা। মঙ্গলবার (২ মার্চ) দোকান মালিক ও কর্মচারীরা তাদের ওপর হামলা করেছেন।

জানা গেছে, কিনে নেওয়া জামা-কাপড় পরিবর্তন করতে আসেন ৬৫ বছর বয়সী খাতুনা বেগম। কাপড় পরিবর্তন করা যাবে না বলে তাকে সরিয়ে দেন দোকানের মালিক আব্দুল মন্নানের ছেলে নোমান মিয়া। আবারও অনুরোধ করলে তাকে ধাক্কা দেয় তারা। তারপর কথা কাটাকাটির ওই নারী ও ৪২ বছর বয়সী নূরুল ইসলামকে আঘাত করেন দোকানিরা।

এ অবস্থায় অন্যসব ক্রেতারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা এসে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এসময়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে দোকানের মালিক আব্দুল মান্নানকে ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে পেয়ে মারধর করেন উত্তেজিত জনতা।

শমশেরনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, বিসমিল্লাহ ক্লথ স্টোরে এটি নতুন ঘটনা নয়। এরা আরও ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আহত নারীর ছেলে খসরু মিয়া বলেন, আমার আম্মা কাপড় পরিবর্তন করার জন্য আসেন। কাপড় পরিবর্তন না করে বরং ঝাড়ু ও কাঠের রোল দিয়ে আঘাত করেছে। এটি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল হান্নান বলেন, আমরা অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছি। সুষ্ঠু সমাধান হওয়ার পর দোকান খোলা হবে।  

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নি.) শামীম আকনজি বলেন, বিসমিল্লাহ ক্লথ স্টোর বন্ধ করে রাখা হয়েছে। রাতের মধ্যেই যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।