বর্তমান সরকারের অধীনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় আজীবনের জন্য সিলেট বিএনপির ৪৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিলে। এবারের নির্বাচনে বিএনপির নয় জন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে একজন নারী ও সাধারণ ওয়ার্ডে আটজন পুরুষ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, ১৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ২১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব তুহিন, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবীর সুহিন, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন নাদিম, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন ও ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির বহিষ্কৃত নেত্রী রুজেনা খানম মুক্তা।
এর আগে গত ৫ জুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৪৩ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছালাহ উদ্দিন রিমনও ছিলেন। বাকিদের মধ্যে ৩৮ জন পুরুষ কাউন্সিলর ও চার জন নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন।