পোষা হাতির আক্রমণে প্রাণ গেলো মাহুতের

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী রাঘনা সংরক্ষিত বন এলাকার চুঙ্গাবাড়ি নামক স্থানে পোষা হাতির আক্রমণে মাহুতের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) সন্ধ্যা ঘটনাটি ঘটে।

বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, মারা যাওয়া ব্যক্তির নাম রাসেল মিয়া (৪০)। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের শহীদ মিয়ার ছেলে তিনি। হাতির মালিকের নাম এম এ রহমান। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। হাতিটির নাম রাখা হয়েছিল ‘আমির বাহাদুর’।

বন বিভাগ ও হাতির মালিক সূত্রে জানা গেছে, পোষা প্রাণীটি সাধারণত জুড়ি রাঘনা বনে বিচরণ করে। বনের বাঁশ ও গাছপালার ক্ষতি করায় বন বিভাগের পক্ষ থেকে নিতে মালিককে জানানো হয়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহুত রাসেল হাতিটি নিয়ে হেঁটে মালিকের বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পাথরের আঘাত লেগে মাথার পেছনের অংশ থেঁতলে যায়। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মালিক এম এ রহমান বলেন, বনের ক্ষতি করায় হাতিটিকে বাড়িতে আনার জন্য মাহুতকে ওই এলাকায় পাঠিয়েছিলাম। পরে দুর্ঘটনার খবর পাই। হাতিটি রাঘনা বনের ভেতরে ঢুকে পড়েছে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।