কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে লোকমান মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া রোকনপুর গ্রামের মৃত সরাজ মিয়ার ছেলে ও স্থানীয় রোকনপুর বাজারের লোকমান স্টোরের স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বাড়ি পার্শ্ববর্তী বুড়িনাও গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছানু মিয়ার বাড়ির সামনে পৌঁছা মাত্রই প্রচণ্ড ঝড়ে ইউক্যালিপটাস প্রজাতির একটি বড় গাছ উপড়ে লোকমান মিয়ার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।