বিএনপি নেতা কামাল হত্যায় ৩ আসামি রিমান্ডে

সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পলাশ চন্দ্র দাস ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক শারমিন খানম নিলা তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, রবিবার (১৩ নভেম্বর) আবেদন শুনানির কথা থাকলো অনিবার্য কারণবশত সোমবার দুপুরে শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন বিচারক।

তারা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬), বড়বাজার গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫) ও একই এলাকার মৃত নুর মিয়ার ছেলে কুটি মিয়া (২৪)। এর মধ্যে মিশু মামলার এজাহারনামীয় চার, মনা ছয় ও কুটি পাঁচ নম্বর আসামি।

জানা গেছে, গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে গোয়াইটুলার দিকে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িকে অনুসরণ করে একটি মোটরসাইকেল। সেই গাড়িতে তিন আরোহী ছিলেন। পরে আরেকটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বড়বাজার ১১৮নং বাসার সামনে কামালের গাড়ির গতিরোধ করেন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ছাত্রলীগকর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধানকে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও পাঁচ-ছয়জন।