ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন আট বাংলাদেশি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর দেশে ফিরেছেন আট বাংলাদেশি। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেটের বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন তারা। এর মধ্যে বড়লেখার তিন তরুণ রয়েছেন। বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে বিজিবির কাছে এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

তারা হলেন বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।

শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি বলেন, ‌‘ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পর বিয়ানীবাজার থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করেছে পুলিশ।’