সালিশে মারামারিতে একজনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সালিশ বৈঠক চলাকালীন দুই পক্ষের লোকজনের ধাক্কাধাক্কি ও মারামারিতে নোয়াজ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নোয়াজ আলী (৫৫) উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাওরে ধানক্ষেতে সেচের পাওনা টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে নোয়াজ আলীর সঙ্গে ওই গ্রামের ইউসুফ আলীর বিরোধ চলছিল।  এ নিয়ে বেশ কয়েকবার তাদের বাগবিতণ্ডা হয়েছে। বিরোধ মেটাতে শনিবার রাতে সালিশ বৈঠক ডাকা হয়।   বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের লোকজন ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এতে আহত হন নোয়াজ। তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বাংলা ট্রিবিউনকে বলেন, সালিশ বৈঠকে দুই পক্ষের লোকজনের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন নোয়াজ আলী। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নোয়াজ আলীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।