হবিগঞ্জে রত্না নদীতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার 

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। মঙ্গলবার (১৬ আগস্ট)  দুপুর ১টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বানিয়াচং উপজেলার রত্না নদী থেকে লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সহদেব দাশের ছেলে সঞ্জয় দাশ (৩৮) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল মতিনের (৪৫) লাশ উদ্ধার করে। 

দুর্ঘটনায় আহতরা হলেন লাখাই উপজেলার বুল্লা গ্রামের জলক দাশ (৩০), পলাশ সুত্র দাশ (২২), বাসুদেব দাশ (৩২), উজ্জ্বল দাশ(২৯) ও দিপু দাশ (১৮)।

পুলিশ জানায় সোমবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলার নোয়াবাদ মধুপুর রত্না নদী দিয়ে যাওয়ার সময় লাখাই উপজেলার বুল্লা গ্রামের একটি বিয়ের বরযাত্রীবাহী নৌকার ছয় জন বৈদ্যুতিক তারে জড়িয়ে রত্না নদীতে পড়ে যান। নদীতে পড়ে যাওয়া পাঁচ জনকে উদ্ধার করা হলেও পূর্ব বুল্লা গ্রামের সঞ্জয় দাশ (৩৮) নিখোঁজ হন। উদ্ধার হওয়া পাঁচ জন লাখাইয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে একইস্থানে অপর একটি নৌকা থেকে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মতিন (৪৫) রত্না নদীতে পড়ে নিখোঁজ হন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইউনিটের লিডার ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। নদীতে নিখোঁজ হওয়া দু'জনের লাশ উদ্ধার করেছি, বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে। 

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, পৃথক দুটি নৌকা থেকে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে সঞ্জয় ও মতিন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে।