ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে বুধবার রাতে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। বুধবার গভীর রাতে বিদেশ যাওয়ার সময় মামলার প্রধান আসামি খালেদ মিয়াকে ঢাকার কমলাপুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে গাড়িচালক আমির হোসেন হিরা, জুয়েল মিয়া ও তফাজ্জল আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গত রবিবার (৩১ অক্টোবর) বিকালে মাইক্রোবাসযোগে চৈত্রঘাট বাজারে বাসার সামনে নাজমুলকে কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

এর আগে গুরুতর আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে ঘটনায় জড়িতদের নাম জানান নাজমুল। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।