হবিগঞ্জে প্রতিবেশীর হামলায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জহবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীর ধাক্কা ও কিলঘুষির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা সদরের দেশমুখ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কমলা বিবি (৫৫) ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার নিহত বৃদ্ধার বাড়ির ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. লুকু, কদ্দুস, উজ্জ্বলসহ কয়েকজনের সঙ্গে তার পুত্রবধূ জমিলা খাতুনের (৩৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লুকু, উজ্জ্বল, কদ্দুস ও তাদের লোকজন জমিলা খাতুনকে মেরে আহত করেন।
এ সময় কমলা বিবি পুত্রবধূকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। এতে কমলা বিবি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের ছেলে এনায়েত হোসেন দাবি করেন, প্রতিবেশী লুকু, কদ্দুস, উজ্জ্বল ও তাদের লোকজন পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করেছে। তিনি এর সঠিক বিচার চান।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনও মামলা দায়ের হয়নি।