বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে সিলেটের সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বিভিন্নভাবে যারা লিবিয়াতে গিয়েছিল তারা এখন ফেরত আসছে। এর কারণ তারা অবৈধ পথে সেখানে গিয়েছিল। যারা দেশে আসতে শুরু করেছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ সরকার খুবই আন্তরিক। যদিও তারা অবৈধ পথে বিদেশ গিয়েছিল, তারপরও তারা আমাদের দেশেরই সন্তান তাই তাদের যথাসাধ্য সহযোগিতা করবে সরকার। এমনকি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের প্রত্যেককে ১ হাজার ৪শ’ ডলার করে সহায়তা দেবে।’
সম্প্রতি সৌদি আরবে নির্যাতিতা নারীদের ভিডিও বার্তা সম্পর্কে ইমরান আহমদ বলেন, ‘সৌদি আরবে যেসব নারীরা সমস্যার মধ্যে রয়েছেন তাদের উদ্ধারে সেখানকার হাইকমিশন কাজ করছে। সেই সঙ্গে এই সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।’