গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি

গাইবান্ধায় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার আগে জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বালাসীঘাটসহ আশপাশের কয়েকটি এলাকায় এই শিলাবৃষ্টি হয়। এ সময় কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে হঠাৎ বালাসীঘাট, কঞ্চিপাড়া, একাডেমি, মদনেরপাড়া ও চন্দিয়াসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট শিলাবৃষ্টি হলেও আধাঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতও হয়।

এদিকে, শিলাবৃষ্টিতে কাঁচাঘর বাড়ি, গাছপালা ও আধাপাকা ধানের জমি, আম ও ভুট্টাসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

বালাসীঘাট এলাকার ব্যবসায়ী লিপন বাবু জানায়, শিলাবৃষ্টির এমনভাবে পড়ছিল মনে হচ্ছে ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এমন বড় শিলা আগে কখনো দেখিনি।

হঠাৎ শিলাবৃষ্টির কারণে বিপাকে পড়েন বালাসীঘাটে ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষ। ফারুক হোসেন নামে একজন বলেন, শিলাবৃষ্টি দেখে নদী তীর থেকে দৌড়ে এসে একটি দোকানে আশ্রয় নেই।

জাকিরুল নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলেন, শিলাবৃষ্টির সময় সড়কে থাকা কয়েকটি অটোরিকশার গ্লাস ভেঙে গেছে। 

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে আমারর ইউনিয়নের কয়েকটি গ্রামে। শিলাবৃষ্টির কারণে ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণের পর জানা যাবে।