লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দিয়েছে ভারতীয়রা। এ সময় ওই যুবককে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গারপাড় এলাকায় ৮০১ নম্বর মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে।
বিএসএফের হতে আটক হওয়া যুবকের নাম আজিনুর রহমান (২০)। আজিনুর পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের টাঙাটারি এলাকার নুর হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পরিবারের লোকজনের দাবি, জমগ্রাম ডাঙ্গারপাড় সীমান্তে থাকা নিজেদের জমি থেকে গরুর জন্য ভুট্টা গাছের পাতা সংগ্রহকালে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক এসে আজিনুরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে তাকে তুলে দেওয়া হয় বিএসএফর হাতে।
তবে বিজিবির দাবি, অন্য কোনও উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় ওই বাংলাদেশিকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয়রা।
বিএসএফের হেফাজতে আজিনুর রয়েছে বলে নিশ্চিত করে ৫১ বিজিবির অধীন ডাংগাটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।