ইউপি চেয়ারম্যান গ্রেফতার, থানায় বিক্ষোভ করায় ৪ সমর্থক আটক

মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে একটি মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে গ্রেফতারের পর তার সমর্থকরা থানায় বিক্ষোভ শুরু করেন। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মমতাজ আলী তার মোটরসাইকেলে করে রানীশংকৈল বাজারে যাওয়ার পথে বারঘরিয়া বাজার এলাকায় একদল সন্ত্রাসী কর্তৃক পথরোধ, মারধর, এবং ছিনতাইয়ের শিকার হন।

মামলার এজাহারে মতিউর রহমান মতি ছাড়াও আরো ১১-১২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, যার মধ্যে হত্যাচেষ্টা, লুটপাট ও ভয়ভীতির কথাও উল্লেখ রয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে গ্রেফতার করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা থানায় এসে বিক্ষোভ শুরু করেন এবং থানার সামনেই অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং চার জনকে আটক করে।