কাল‌বৈশাখী ঝড়ে গাছ পড়ে ঘুমন্ত নারীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রে‌হেনুমা তারান্নুম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নারীর নাম ছকিনা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, শনিবার রা‌তে ছ‌কিনার স্বামী বাড়িতে ছিলেন না। নিজ ঘ‌রে একাই ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘ‌র ভেঙে গাছের নিচে চাপা পড়েন ছ‌কিনা। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তার।

ঝড় থামলে পরিবারের লোকজন ঘরের ওপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা গিয়ে তা‌কে মৃত অবস্থায় উদ্ধার করেন। তা‌কে পারিবারিকভা‌বে দাফনের ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

ইউএনও রে‌হেনুমা তারান্নুম বলেন, নিহতের পরিবারকে সহায়তার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা‌কে নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।