রোজায় তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অভিযান চালিয়ে বাজারে তেল কোম্পানিগুলোর কারসাজি দেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মূল্যতালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন তাদের এই জরিমানা করেন।
বোরহান উদ্দিন বলেন, ‘রোজাকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, দাম যেন স্থিতিশীল থাকে ও নায্যমূল্যে যাতে ভোক্তা তার পণ্যটি কিনতে পায় সেই অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সারা দেশে কাজ করছে। তারই অংশ হিসেবে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয় থেকে হিলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে যে কিছুটা সংকট সেটি দেখতে পেয়েছি। এখানে কোম্পানিগুলো কারসাজি করার চেষ্টা করছে, যার কারণে কৃত্রিম সংকট দেখতে পেয়েছি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। খোলা সয়াবিন তেল সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে খুচরা ব্যবসায়ীদের আমরা নির্দেশনা প্রদান করেছি বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে যে মূল্য সেই মূল্যেই তেল বিক্রি করতে হবে- ভোক্তার কাছ থেকে যেন বাড়তি টাকা না নেওয়া হয়।’
তিনি বলেন, ‘এ ছাড়া খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে সরকার নির্ধারিত যে মূল্য সেটির চেয়ে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। আমরা সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি যাতে সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করা হয়। এ ছাড়া মূল্যতালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এই কর্মকর্তা আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে রমজানে কিন্তু পণ্যের মূল্য ছাড়ের একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যে যত বেশি পণ্যের মূল্য ছাড় দিতে পারে সেই প্রতিযোগিতা শুরু হয়। আমাদের দেশের ব্যবসায়ীদের বলতে চাই, আপনারা আসন্ন রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্যগুলো ভোক্তার হাতে তুলে দিন- এতে আল্লাহ পাক ব্যবসায়ীদের শহীদের মর্যাদা দান করবেন বা করেছেন।