চাচিকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ভাতিজির মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চাচিকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ গেলো ভাতিজির। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামের উজানে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সরকার জানান, শুক্রবার দুপুরে সুমাইয়া ও তার চাচি আফসানা (২৪) বাড়ির পাশে রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে জমানো পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে চাচি আফসানা নদীর পানিতে ডুবে যায়। এ সময় সুমাইয়া চাচিকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই পানিতে ডুবে যায়। পরে এলাকার লোকজন সুমাইয়াকে মৃত এবং আফসানাকে মুমূর্ষু অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

আফসানা বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নদীতে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।