উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। যদিও গত কয়েকদিন জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ এর মধ্যেই উঠানামা করছিল। তবে আজ (রবিবার) তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে। অবশ্য সকাল থেকেই ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এর আগে, চলতি মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি।
এদিকে হিমালয় থেকে ভেসে আসা হিম বাতাস বাড়িয়ে দিচ্ছে কনকনে শীতের মাত্রা। বরাবরের মতো দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।
কথা হয় রাশেদুল ইসলাম নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘সকালে নিয়মিত হাঁটাহাঁটি করি। গেলো কয়েকদিন তেমন ঠান্ডা অনুভূত না হলেও আজ অনেকটা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে।’
উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামের ইজিবাইকচালক উসমান গনি বলেন, ‘খুব সকালে আলু নিয়ে পঞ্চগড় বাজারের আড়তে আসি। আসার সময় ঘন কুয়াশা ছিল। বাতাসে কনকনে ঠান্ডার কারণে গাড়ি চালানো যাচ্ছিল না। শীতে আমাদের খুব কষ্ট হয়। এখন রোদের জন্য ভালো লাগছে।’
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তেঁতুলিয়ায় টানা দুই দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ছিল। রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।’
উল্লেখ্য, সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ ছিল পঞ্চগড়ে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি। এর আগে ১০ জানুয়ারি চলতি শীত মৌসুমের প্রথম দফায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি।