গাইবান্ধা জেলা শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখার ভেতরে গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্রের দুই সদস্য। আব্দুস সামাদ (৬০) নামে এক গ্রাহক টাকা জমা দিতে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার পাশেই দাঁড়িয়ে থাকা চোর চক্রের একজন মেঝেতে ১০ টাকার নোট ফেলে দেয়। তিনি ওই গ্রাহককে বলে, টাকা পড়ে গেছে। গ্রাহক টাকা তুলতে নিচু হলে কাউন্টারে থাকা ৯৩ হাজার টাকা নিয়ে চলে যায় চক্রের আরেক সদস্য। ভিডিও ফুটেজে পুরো ঘটনা দেখা গেছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দিলেও দুই চোরকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে চুরির ঘটনায় ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ২২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে জমা দেওয়ার জন্য টাকা বের করে গ্লাসের সামনের টেবিলে রাখেন গ্রাহক আব্দুস সামাদ। তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিল। তাদের একজনের হাতে ফাইল ছিল। সুযোগ বুঝে একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে পা দিয়ে ঠেলে দিয়ে গ্রাহককে জানায়, টাকা পড়ে গেছে। ওই গ্রাহক তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা নিয়ে চলে যায় আরেকজন। টাকা তুলে সামনে তাকাতেই গ্রাহক দেখেন টাকা নেই। সেইসঙ্গে ওই লোকও নেই। তিনি বিষয়টি ব্যাংকের কর্মকর্তাদের জানালে তারা পুলিশে খবর দেন।
সোনালী ব্যাংকের গাইবান্ধা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা চুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ব্যাংকের সিসিটিভির ভিডিও ফুটেজ নিয়ে গেছে। তারা চোর শনাক্তের চেষ্টা করছেন বলে আমাদের জানিয়েছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক আব্দুস সামাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখে ওই দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা করছি আমরা।’