শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাফিয়া নামের সাত বছরের এক শিশু কন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা শিশুটির সৎ মা ইশা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু রাফিয়া ওই গ্রামের রানা মিয়ার মেয়ে। চার বছর বছর আগে তার মা রানার সংসার ছেড়ে যান। এবার মেয়ের মৃত্যুর পর বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। 

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, বিকালে রাফিয়াকে বাড়ির পাশের একটি পুকুরে ডেকে নিয়ে যান তার সৎ মা ইশা বেগম। পরে দুই পায়ের মাঝখানে রেখে রাফিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরিকল্পিতভাবে এই হত্যা করা হয়। ইশা বেগম রানা মিয়ার সংসারে দ্বিতীয় স্ত্রী হয়ে আসার পর থেকেই মেয়েটিকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করতেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় স্থানীয়রা শিশুটির সৎ মাকে আটক করে পুলিশে দেয়। পরে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, শিশুটি হত্যায় জড়িত সন্দেহে তার সৎ মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটিকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।