রংপুর মেট্রোপলিটান পুলিশের (আরএমপি) ৬ থানার সকল ওসিকে বদলি করে ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানার নতুন নিয়োগ পাওয়া ওসিরা হলেন মমিনুল ইসলাম (হারাগাছ থানা), আতাউর রহমান (কোতয়ালি থানা), হিল্লোল রায় (মাহিগঞ্জ থানা), শাহ আলম সরদার (তাজহাট থানা) , শাহাজাহান আলী (পরশুরাম থানা) ও আব্দুল আল মামুন (হাজিরহাট থানা)। এ ছাড়াও হারুনর রশীদকে সিটি এসবির ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) কোতয়ালি থানার ওসি হিসেবে আতাউর রহমান যোগদান করেছেন। বাকি ৫ থানার ওসি আজ অথবা আগামীকাল তাদের কর্মস্থলে যোগ দেবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন ওসিরা যোগদান করার ফলে পুলিশের কাজের গতিশীলতা ফিরে আসবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখবেন।