যুবদলের পরিচয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবক আটক

ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃতরা হলেন- ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।

স্থানীয়রা জানিয়েছেন, ওই তিন জন শহরের কাঁচামালের আড়তে গিয়ে নিজেদের যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বলে দাবি করে পিকনিকের চাঁদা দাবি করেন। সেসময় দোকানদারদের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ছাত্রদলের জেলা সভাপতি মো. কায়েস বলেন, ‘আমরা প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছিলাম যুবদলের নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হচ্ছে। সোমবার বিকালে ব্যবসায়ীরা হাতেনাতে তিন জনকে ধরে পুলিশে দিয়েছে। অভিযোগ পেয়ে ৯ নম্বর ওয়ার্ডের যুবদল ও ছাত্রদলের সঙ্গে কথা বলে নিশ্চিত হই, আটককৃতদের সঙ্গে আমাদের দলের কোনও সম্পৃক্ততা নেই। তারা আগে যুবলীগের কর্মী ছিল। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন, ‘বোঝাই যাচ্ছে পরাজিত শক্তি অপকর্ম করে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ‌‘চাঁদা নেওয়ার অভিযোগে তিন জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’