বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এবারের আগস্ট বিপ্লবের চূড়ান্ত ফসল হবে বাংলাদেশে ইসলামের বিপ্লব। তখনই এই বিপ্লব চূড়ান্ত সফলতা অর্জন করবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের এবং খেলাফতের বাংলাদেশ।’
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে খেলাফত মজলিসের আয়োজনে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতির ভীত ধসিয়ে দিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা ১৬টি বছর বাংলাদেশকে চুষে খেয়েছেন। ১৬টি লাগেজ সঙ্গে নিয়ে ভারতে গেছেন। এদেশে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, আরেকটি দেশের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শুধু দেশের কিংবা জনগণের ওপর প্রতিশোধ নেননি, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরেও নিয়েছেন। নেতাকর্মীদের কয়েকবার বলেছিলেন, পঁচাত্তরে আপনারা কোথায় ছিলেন? আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলের হাজার হাজার নেতাকর্মীর কথা একবারও ভাবেননি। তাদের রেখে চলে গেছেন। তার মতো স্বার্থপর মানুষকে দিয়ে বছরের পর বছর দেশ শাসনের ব্যবস্থা করেছেন। এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।’
আমাদের অসংখ্য ভাই কাদিয়ানীদের মিথ্যা মামলা শিকার দাবি করে মামুনুল হক বলেন, ‘পঞ্চগড়ে কাদিয়ানীদের দিয়ে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা ইসলামের উদার নীতিতে বিশ্বাসী। কাজেই আমরা কাদিয়ানীদের এক মাস সময় দিলাম। এক মাসের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি তা না করা হয় তাহলে আমার ভাইদের রক্ষার করার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’
খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, সদস্যসচিব আবু সাইদ নোমান, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির ইকবাল হোসাইন ও ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ।