পঞ্চগড়ে মা ও দুই ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আলোচিত মা ও দুই ছেলের খুনের সর্বোচ্চ বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বোদা বাজার কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে শুক্রবার (১৬ আগস্ট) বিকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দুপাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, ‘অতি দ্রুত খুনের সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’ এর আগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোদা বাজারে অবস্থিত কাপড় ব্যাবসায়ী সেলিমের দোকানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ আগস্ট) রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে বাসিন্দা বোদা বাজারের কাপড় ব্যবসায়ী শেখ সেলিমের স্ত্রী ও তার দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

জেলা পুলিশ সুপার (এসপি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেলিমের মুরগির খামারে কাজ করতেন হত্যাকারীরা। চাকরিচ্যুত হওয়ায় পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা। মামলায় ৪ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সোহেল, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন শিলন, সাবেক সভাপতি বদরুদ্দোজা খান প্রমুখ। এ সময় সমিতির সকল সদস্যসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।