স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, ৭ মাস পর দায় স্বীকার

রংপুরের বদরগঞ্জে স্ত্রী নিলুফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সহিদার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রংপুরের পুলিশ সুপার শাহাজাহান তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ৩১ ডিসেম্বর বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে আসামি সহিদার রহমান তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যা করে। এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়। পরে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়।

প্রতিবেদন পাওয়ার নিহতের বাবা আব্দুল মমিন বাদী হয়ে শনিবার (১৩ জুলাই) বদরগজ্ঞ থানায় হত্যা মামলা করেন। পুলিশ শনিবারই স্বামী সহিদারকে স্থানীয় কচুবাড়ি হাট থেকে গ্রেফতার করে। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।