তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই উপজেলার ২৪১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় রয়েছে ১০২টি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ ১৩৯টি কেন্দ্র রয়েছে।
এই দুই উপজেলায় ভোটে লড়ছেন চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৪২ জন প্রার্থী।
এদিকে, সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা।
এবার দুই উপজেলায় মোট ৬ লাখ ৫৭ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৪৫৩ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন।
এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব বলেন, ‘প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নজরদারি রয়েছে।’ একই সঙ্গে নির্বাচনের মাঠে র্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছেন বলে জানান তিনি।