প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। মানুষ এখন শান্তিমতো ভোট দিতে পারে। এই ভোট দেওয়ার জন্য আমরা ছবিসহ ভোটার লিস্ট করেছি। স্বচ্ছ ব্যালট বাক্স করে দিয়েছি। শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। কারণ আমাদের দরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।’
বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা দেশে অর্থনীতির চাকা সচল রেখেছি। আপনাদের কাছে অনুরোধ, আমাদের মাটি আছে। সোনার ফসল ফলে, উর্বর মাটি। আমাদের এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। ফসল ফলান, শাকসবজি লাগান, ফলমূল করেন। অন্তত তিনটা করে গাছ লাগান।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি জানি, রংপুর সুগার মিল দীর্ঘদিন বন্ধ আছে। এই সুগার মিল যাতে চালু হয় এর জন্য পদক্ষেপ নিচ্ছি। রংপুর বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দেবো।’
শেখ হাসিনা বলেন, ‘এই দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশের জন্য কাজ করে যাচ্ছি করে যাবো। আপনারা অনেক দূর থেকে এসেছেন। অনেকেই মাঠেও ঢুকতে পারেননি, হয়তো চোখের দেখায় দেখতে পাচ্ছি না- কিন্তু আপনারা আছেন আমার হৃদয়ে। আমি হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসা উপলব্ধি করতে পারি।’