‘সেরা বাবা’ নির্বাচিত হলেন দিনমজুর

ভালো বাবা তৈরিতে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রচারাভিযানের অংশ হিসেবে ভালো বাবা ও সুকন্যা সমাবেশ করেছে একটি বেসরকারি সংস্থা ‘গুড নেইবার বাংলাদেশে’। সেখানে সেরা বাবা নির্বাচিত হয়েছে মহসিন আলী নাম এক দিনমজুর বাবা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ‘গুড ড্যাডি’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আলোচনা করেন ইউএনও শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় (নিমাই), সংস্থার উত্তরাঞ্চল প্রধান পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ সিডিপি ম্যানেজার পলাশ রনী মণ্ডল, প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার ও সাংবাদিক বিষ্ণুপদ রায় প্রমুখ।

অনুষ্ঠানে সেরা বাবা হিসেবে নির্বাচিত হয়েছেন দিনমজুর মহসিন আলী। যিনি হতদরিদ্র হয়েও দুই মেয়েকে পড়াশোনা করিয়েছেন। তাকে ও এক কৃতি ছাত্রীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে ভালো বাবা হওয়ার পক্ষে শপথ ও গণস্বাক্ষর নেওয়া হয়।

মেয়ে সন্তানদের অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভবিষ্যৎ কর্মজীবনের উন্নত পথ রচনা ও মেয়ে সন্তানদের অধিকার সম্পর্কে সামাজিক গণসচেতনতা তৈরি করার লক্ষ্যে কাজ করছে বেসরকারি সংস্থাটি।