নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নে টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আমিনুর রহমান। ওই প্রতীক নিয়ে তার বাবাও ছয়বার চেয়ারম্যান হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামচরণ রায়কে তিনি ১০৪ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
আমিনুর রহমান ৯টি ভোটকেন্দ্রের মধ্যে তিনটিতে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি পান মোট ছয় হাজার ৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) শ্যামচরণ রায় পান পাঁচ হাজার ৯৫২ ভোট।
অন্যদিকে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা পেয়েছেন মাত্র ৮৮১ ভোট।
আমিনুর রহমান বলেন, ১৯৯৭ সাল থেকে টানা চারবার আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছি। এবারও নানা প্রতিকূলতার মাঝে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আনারস প্রতীক নিয়ে আমার বাবা মরহুম ওসমান গণি ছয়বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, আনারস প্রতীক নিয়ে আমার বাবা ছয়বার (৩৫ বছর) জয়লাভ করে লক্ষিচাপের জনগণের সেবা করেছেন। আমার বাবার দোয়া ও জনগণের ভালোবাসায় চতুর্থবারের মতো আমিও চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেষ্টা করবো ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার।