হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় বন্দরের আমদানিকারকরা কাঁচা মরিচের আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আগে যেখানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ টন কাঁচা মরিচ আমদানি হতো, বর্তমানে তা বেড়ে ১০০-১৩০ টনে দাঁড়িয়েছে। পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া বাজারে দেশি কাঁচা মরিচ উঠতে শুরু করায় এর দামে প্রভাব পড়তে শুরু করেছে।