নীলফামারীর ৬ ইউএনও’র বাসভবনের নিরাপত্তা জোরদার

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা



সরকারি নির্দেশনা অনুযায়ী নীলফামারী জেলার ছয় উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে আনসার মোতায়েন করা হয়েছে। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অ্যাজুটেন্ড মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে সদর উপজেলার ইউএনও এলিনা আকতার ও সৈয়দপুরে ইউএনও নাসিম আহমেদ জানান, চার জন করে আনসার সদস্য আপাতত দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব পালনে বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। প্রয়োজন হলে আরও ছয় জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ কারণে দেশের সব ইউএনও’র বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।